ফেলে রাখা যাবে না, শুক্রবারই দিল্লি হাইকোর্টে করতে হবে দিল্লি হিংসার শুনানি: শীর্ষ আদালত

0
2

গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুনানি একমাস ফেলে রাখা যাবে না। শুক্রবারই করতে হবে শুনানি। দিল্লি হিংসার শুনানি নিয়ে হাইকোর্টকে নির্দেশ দিল শীর্ষ আদালত।
হিংসা নিয়ে মামলার শুনানির জন্য আরও সময় চেয়েছিল কেন্দ্র। তার প্রেক্ষিতে একমাস শুনানি পিছিয়ে দেয় দিলি হাইকোর্ট। এর বিরোধিতা করে সুপ্রিমকোর্টের হস্তক্ষেপ দাবি করে মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে বুধবার শীর্ষ আদালত জানায়, এই ধরনের মামলার শুনানি বেশি দিন মুলতবি রাখা ন্যায্য নয়। শুক্রবারের মধ্যে হিংসা নিয়ে সব মামলা শুনানি হোক দিল্লি হাইকোর্টে।
এদিন, সরকারের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। তিনি বলেন, অভিযোগকারীরা উস্কানিমূলক মন্তব্য নিয়ে যা বলছেন, তা সত্য নয়। মাত্র দু’-তিনটি ভাষণের জন্য হিংসা ছড়ানোর অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।