এবার আরও চাপের মোদি সরকার। আরও এক রাজ্যে পাশ এনপিআর বিরোধী প্রস্তাব। এবার এনপিআর বিরোধী প্রস্তাব পাশ হয়ে গেল জগনমোহন রেড্ডির অন্ধ্রপ্রদেশে। মুখ্যমন্ত্রীর দাবি, এনপিআর-এর ফর্মে তোলা বেশ কিছু প্রশ্ন নিয়ে উদ্বিগ্ন রাজ্যের সংখ্যালঘুরা। তাই এখনই অন্ধ্রে এনপিআর চালু করা যাবে না।
এনপিআর করতেই হলে ২০১০ সালের ধাঁচে তা হওয়া উচিত বলে মনে করছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। কেরলেও এনপিআর নিয়ে কেন্দ্র-বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। একইভাবে বিহারেও পাশ হয়েছে এনআরসি বিরোধী প্রস্তাব। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভের পাশাপাশি দেশের একের পর এক রাজ্যের বিধানসভাতেও পাশ হয়েছে সিএএ বিরোধী প্রস্তাব। পশ্চিমবঙ্গ, কেরল, পঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থান বিধানসভায় পাশ হয়েছে সিএএ বিরোধী প্রস্তাব।