ভুয়ো পুলিশকর্মীর পরিচয় দিয়ে অর্থ তছরূপের অভিযোগে টিটাগড়ে গ্রেফতার ১। বারাকপুরের কুমোরপাড়া এলাকার বাসিন্দা মমতা রায়ের অভিযোগ, কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নাম করে তাঁর থেকে লক্ষাধিক টাকা নেন প্রাক্তন পুলিশকর্মী সুজিত নাথ নামে এক ব্যাক্তি। কিন্তু আগেই পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয় তাঁকে। মমতার অভিযোগের ভিত্তিতে বারাকপুর চিড়িয়ামোড় এলাকা থেকে সুজিত নাথকে গ্রেফতার করে টিটাগড় থানার পুলিশ। যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে বলে দাবি করে মমতা রায়ের বিরুদ্ধেই টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন সুজিত।
পুলিশ সূত্রে খবর, ২০০৮ সাল থেকে মমতা রায়ের সঙ্গে সুজিত নাথের সম্পর্ক হয়। অভিযোগ, ডানকুনির বাসিন্দা সুজিত নাথ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে অনেকের থেকে টাকা নিয়েছেন। কিন্তু এবার সঙ্গীর বিরুদ্ধেই আর্থিক প্রতারণার অভিযোগ করেন মমতা।