ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ের অভিযোগে গ্রেফতার বাঁকুড়ার বিজেপি নেতা অরূপ মণ্ডল। অরূপ মণ্ডল বাঁকুড়ার শালতোড়া মণ্ডলের বিজেপি সভাপতি। স্থানীয় এক তরুণী তাঁর বিরুদ্ধে গোপনে বিয়ে করার অভিযোগ আনেন। সম্প্রতি বিজেপির বাঁকুড়া জেলায় সাংগঠনিক রদবদলের পর শালতোড়া মন্ডলের সভাপতি হিসাবে দায়িত্ব পান অরুপ মণ্ডল।
অভিযোগ, অরূপ মণ্ডল বিবাহিত হওয়া সত্বেও বছর দেড়েক আগে দুর্গাপুরের এক মহিলাকে বিয়ে করেন। তাঁকে দুর্গাপুরে একটি ভাড়া বাড়িতে রাখেন তিনি।
তরুণীর অভিযোগ, বেশ কয়েকবার বাড়ি যেতে চাইলেও তরুণীকে নিজের বাড়ি নিয়ে যাননি ওই ব্যক্তি। এরপর স্বীকৃতির দাবিতে তিনি হঠাৎ অরূপ বাড়ি গেলে তাঁকে মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে অরুপ মণ্ডলের বড়ির সামনে থেকে মহিলাকে উদ্ধার করে শালতোড়া থানার পুলিশ। এরপর তরুণীর অভিযোগের ভিত্তিতে বিজেপির ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।