ভরা বসন্তেও বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। শীত বিদায় নিচ্ছে না। বারবার বৃষ্টির পর হাল্কা শীতের আমেজ থেকেই যাচ্ছে বঙ্গে। তবে সোমবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ রাজ্যে। এবং মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতায় সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ দেখা যাবে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
পশ্চিমি ঝঞ্ঝার জেরেই এই বৃষ্টি। তবে, বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনাতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে।