এবার হিন্দিতেও ‘শ্রীময়ী’, ‘জুন আন্টির’ ভূমিকায় কে?

0
14

বাংলায় জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’। প্রায় প্রত্যেকেই পছন্দ করেন এই ধারাবাহিকটি দেখতে। এবার ‘শ্রীময়ী’র আদলেই হিন্দিতে আসছে ‘অনুপমা’। কিন্তু এই ধারাবাহিকের যে সবথেকে বিতর্কিত চরিত্র ‘জুন আন্টি’ অর্থাৎ ঊষসী চক্রবর্তী সেই ভূমিকায় কাকে অভিনয় করতে দেখা যাবে তা জানা যায়নি এখনও। ‘অনুপমা’ একটি গুজরাতি পরিবারের প্রেক্ষাপটে তৈরি ৷ ‘অনুপমা’-র চরিত্রে অভিনয় করছেন রূপালি গঙ্গোপাধ্যায়৷ যিনি ‘সারাভাই ভার্সেস সারাভাই ২’-তে অভিনয় করেছিলেন৷ অনুপমার স্বামীর ভূমিকায় রয়েছেন সুধাংশু পান্ডে৷

দেখুন ভিডিও…

https://www.youtube.com/watch?v=3ey62TcRLkM&feature=emb_title

আরও পড়ুন-সাত বছর পর তৃণমূলের দলীয় বৈঠকে কুণাল ঘোষ