তৃণমূলের বৃহত্তম ‘ ইভেন্ট লঞ্চ’ ঘিরে নেতাজি ইন্ডোর জমজমাট

0
9

কোনো রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণার বৃহত্তম অনুষ্ঠান। আজ সোমবার রেকর্ড গড়তে চলেছে তৃণমূল। পাহাড় থেকে সাগর, দলীয় বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা।
আর এই কৌতূহলের বাতাবরণেই সোমবার সকাল থেকে জমজমাট নেতাজি ইন্ডোর। আসতে শুরু করেছেন নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিরা। দারুণ সাজানো স্টেডিয়াম। বারকোড লাগানো প্রবেশপত্র যাতে সংশ্লিষ্ট ব্যক্তির নাম লেখা। কড়া নিরাপত্তা। সর্বত্র সুশৃঙ্খল পেশাদারিত্বের ছাপ। ইন্ডোরে মঞ্চের সামনে জোন ভাগ করে বসার ব্যবস্থা। তার সঙ্গে গ্যালারিতে বিভিন্ন অঞ্চল ও শাখা সংগঠনের নেতারা। ঢোকার সময়ই বৈঠকসংক্রান্ত কাগজ দেওয়া হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের মুখ। আর এই গোটা কর্মযজ্ঞ সামলাচ্ছেন অভিষেক- পিকে জুটি। দিদিকে বলো ইতিমধ্যেই হিট। আজ তার সঙ্গে যোগ হবে আরও কিছু বড় নতুন কর্মসূচি। মূল সুর মমতা সরকার উন্নয়নের বিপুল কাজগুলি বাংলাজুড়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। এনিয়ে চর্চা চরমে। ঠিক কী ঘোষণা হয়, তার দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। তৃণমূল পরিবারে তো এনিয়ে উন্মাদনা বটেই। এহেন অবস্থায় সকাল থেকেই নেতাজি ইন্ডোরে ভিড় শুরু। মমতা স্বয়ং পৌঁছবেন বেলা সাড়ে দশটার পর, এগারোটা নাগাদ। নতুন কর্মসূচি ঘোষণা হলেও তার সঙ্গে দিদিকে বলো চলতেই থাকবে। শুধু পুরভোট নয়, আগামী বিধানসভা ভোটে আরও বেশি আসন জয়ের লক্ষ্যেই এই নিবিড় জনসংযোগ কর্মসূচি দলের।