দিল্লির হিংসায় নিহত অঙ্কিত শর্মা। অঙ্কিতের পরিবারকে ১ কোটি টাকা অর্থ সাহায্য ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার কেজরিওয়াল ট্যুইট করে লেখেন, “অঙ্কিত শর্মা একজন সাহসী গোয়েন্দা অফিসার ছিলেন। দিল্লির দাঙ্গায় তাঁর প্রাণ গিয়েছে। তাঁদের মতো অফিসারের জন্য দেশ গর্বিত। তাঁর জন্য দেশ গর্বিত। দিল্লির সরকার সিদ্ধান্ত নিয়েছে, নিহত অঙ্কিত শর্মার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তাঁর পরিবারের একজনকে চাকরিও দেবে সরকার। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।”
এর আগে দিল্লির হিংসায় হত পুলিশ কনস্টেবল রতন লালের পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এবং তাঁর স্ত্রীকে চাকরির প্রস্তাবও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।