শিক্ষকদের দ্রুত বেতনের ব্যবস্থা করার নির্দেশ শিক্ষা দফতরের

0
5

এবার মাস পয়লায় বেতন হলোনা হাই স্কুলের শিক্ষকদের| যা বেনজির। শিক্ষা দফতর থেকে টাকা পাঠিয়ে দেওয়া হলেও কেন তা শিক্ষকদের কাছে পৌঁছায়নি সেটা খতিয়ে দেখা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । এই ঘটনা জানার পরেই নড়েচড়ে বসে শিক্ষা দফতর।ডিআইদের নির্দেশ দেওয়া হয় আজই এই বেতনের ব্যবস্থা করতে হবে।