“বাংলা মায়ের আঁচল, চোখের জল মুছে দেয়”, দিল্লির ঘরহারাদের বার্তা মুখ্যমন্ত্রীর

0
8

“এই বাংলা মায়ের আঁচল। চোখের জল মুছে দেয়।” দিল্লি হিংসার জেরে যাঁরা প্রাণের ভয়ে পালিয়েছেন, তাঁদের উদ্দেশে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, তৃণমূলের ‘বাংলার গর্ব মমতা’ ইভেন্টের উদ্বোধনে নেতাজি ইনডোরে দিল্লির হিংসা নিয়ে তোপ দাগেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লিতে পরিকল্পিত গণহত্যা হয়েছে। এরপরে সাম্প্রদায়িক মোড়ক দেওয়া হয়েছে।” দিল্লির বিতাড়িতদের বাংলায় আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জাতীয় স্তরের নেতাদের নেত্রী নির্দেশ দেন, দিল্লি ফিরে গিয়ে তহবিল তৈরি করতে। তার মাধ্যমেই সাহায্য করা হবে হিংসা কবলিত মানুষদের। ঘরহারাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী আবেদন জানান, প্রাণ ভয়ে যাঁরা দিল্লি ছেড়ে পালিয়েছেন, তাঁরা চাইলে বাংলায় আসতে পারেন। রাজ্যের দরজা খোলা। মায়ের আঁচলের মতো চোখের জল মুছিয়ে দেয় বাংলা।