মোহনবাগান: ৩ (গঞ্জালেজ, বেইতিয়া, বাবা)
ট্রাউ এফসি: ১ (সানডে)
আই লিগে মোহনবাগানের বিজয়রথ অব্যাহত । প্রত্যাশিতভাবেই রবিবার অ্যাওয়ে ম্যাচে ট্রাউ এফসিকে উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। ৩-১ গোলের ব্যবধানে জয় পেল তারা। মোহনবাগানের হয়ে গোল করলেন গঞ্জালেজ, বেইতিয়া এবং বাবা দিওয়ারা। এই জয়ের ফলে আই লিগ ঘরে তোলা মোহনবাগানের কাছে সময়ের অপেক্ষা ।
সবুজ-মেরুন কোচ কিবু ভিকুনা চাইছিলেন, তাঁর দলের ফুটবলাররা যেন কোনওরকম আত্মতুষ্টিতে না ভোগেন। খেলার মাঠে গিয়ে দেখা গেল মাত্র ২২ মিনিটের মধ্যেই তিন গোল করে ফেলে মোহনবাগান। অর্থাৎ ২২ মিনিটের মধ্যেই স্পষ্ট হয়ে যায় ম্যাচের ফলাফল। ১৩ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে প্রথম গোলটি করেন ফ্রান গঞ্জালেজ। মোহনবাগানের তুরসুনভকে বক্সের মধ্যে ফাউল করে বসেন ট্রাউ এফসির ডিফেন্ডার। রেফারি মোহনবাগানকে পেনাল্টি দেন। পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দেন ফ্রান। ম্যাচের ২১ মিনিটে আসে বিশ্বমানের দ্বিতীয় গোলটি। বেইতিয়ার গোলের পরের মিনিটেই একটি থ্রু বল থেকে নিখুঁত ক্ষীপ্রতায় জালে বল জড়ান বাবা দিওয়ারা। মাত্র ২২ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় সবুজ মেরুন।
এর ঠিক ১২ মিনিট পরে অবশ্য একটি গোল শোধ করে দেয় ট্রাউ। জোয়েল সানডের গোলে ব্যবধান কমায় পাহাড়ের দলটি। খেলা শেষ হতে যখন মিনিট ২০ বাকি। তখন লাল কার্ড দেখেন মোহনবাগানের তুরসুনভ। ফলে শেষ কুড়ি মিনিট চাপের মুখেই খেলতে হয় সবুজ-মেরুনকে। তাতে অবশ্য কোনও সমস্যা হয়নি মোহনবাগানের।
এই জয়ের ফলে লিগের শীর্ষস্থানে ব্যবধান আরও বাড়িয়ে ফেলল মোহনবাগান। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব এফসি। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় চার্চিল।