হোলি উৎসবে মাতলো দীপ্তি ফাউন্ডেশন। আর এই উৎসবে যারা অংশ নিল তাদের অধিকাংশই বিশেষভাবে সক্ষম শিশু। প্রায় শ খানেক শিশু এতে অংশ নেয়। শ্রী সিদ্ধেশ্বর শিবসমাজ সঙ্ঘের উদ্যোগে রবিবার বন্ধু ও পরিবারের সবাইকে নিয়ে আনন্দে মেতে উঠল এই বিশেষভাবে সক্ষম শিশুরা।

সংস্থার সভাপতি রাজীব জয়সওয়াল বলেন, বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে আমরা সারা বছর থাকি। হোলির আনন্দ যাতে ওরাও উপভোগ করতে পারে তাই এই উদ্যোগ।































































































































