দিল্লির পর শহর কলকাতা। বিজেপির মিছিল থেকে আওয়াজ উঠল দেশ কি গদ্দারো কো/ গোলি মারো শা… কো!
যার সভায় যাওয়ার জন্য এই মিছিল, এবং যে মিছিল থেকে এমন ভয়ানক খতমের এবং হিংসার রাজনীতির চর্চা শুরু সেই অমিত শাহ দিল্লি ভোটে পর্যুদস্ত হওয়ার পর অনুতাপের সুরে বলেছিলেন, ‘গোলি মারো’ স্লোগান দেওয়া বোধহয় ঠিক হয়নি। অথচ প্রেস ক্লাবের রাস্তায় এদিন মিছিল থেকে আওয়াজ উঠেছে ‘গোলি মারো’। সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। দিল্লিতে মেরুকরণের জন্য স্লোগান উঠেছিল। একই চেষ্টা বাংলাতেও। রাজনৈতিক মহলে প্রশ্ন, ২১শেও কী দিল্লির।ঘটনার রেপ্লিকা দেখা যাবে! সিপিএম নেতা সুজন চক্রবর্তী থেকে কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তীর সাফ কথা, বাংলায় এই বিভাজনের রাজনীতি চলবে না। মানুষ ওদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। রাজ্য সরকারের প্রশ্রয়ে এসব হচ্ছে। কী করে এই ধরণের স্লোগান দেওয়ার পরেও অভিযুক্তরা গ্রেফতার হয়না।




























































































































