কেরলবাসীর মৃত্যু ঘিরে বিতর্ক, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা

0
7

কেরলে এক ব্যক্তির মৃত্যু ঘিরে তৈরি হয়েছে জলঘোলা। মালয়েশিয়া থেকে ফেরার পরই মৃত্যু হয় কেরলের ওই ব্যক্তির। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

এর আগে তিন কেরলবাসীর শরীরে মেলে এই ভাইরাস। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাঁরা। তবে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তাঁর শরীরে অবশ্য মেলেনি করোনাভাইরাস। তারপরেও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকছে।

মালয়েশিয়া থেকে ফিরে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সাবধানতার কারণে এর্নাকুলামের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় ওই ব্যক্তিকে। সেখানেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন, সঙ্গে ছিল শ্বাসকষ্ট। কিন্তু তারপরেও স্বাস্থ্য দফতর তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে। করোনাভাইরাসেই মৃত্যু হয়েছে কিনা তা সুনিশ্চিত করতে চাইছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-‘করোনা ভাইরাস’ আজাদি স্লোগান!