সিএএ নিয়ে সংখ্যালঘুদের উস্কানো হচ্ছে: অমিত শাহ্

0
3

বিজেপি সভাপতি অমিত শাহর অভিযোগ:” সিএএ নিয়ে সংখ্যালঘুদের মিথ্যে ভয় দেখিয়ে উস্কানি দিচ্ছে কংগ্রেস, বাম, তৃণমূল। সিএএতে কারুর নাগরিকত্ব যাবে না। এটা নাগরিকত্ব দেওয়ার আইন। ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য এসব করছে ওরা। আগে তো তৃণমূলও শরণার্থীদের নাগরিকত্ব চাইত। এখন ভোটব্যাঙ্ক তুষ্টিকরণে উল্টো বলছে।”