রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভাকে কেন্দ্র করে কলকাতা শহরকে কার্যত মজার মুল্লুক বানিয়ে ফেলার চেষ্টা করেছিল বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন শহীদ মিনারে অমিত শাহের জনসভায় যোগ দিতে আসার সময় বিজেপি কর্মী-সমর্থকরা দিল্লির সেই বিতর্কিত “গোলি মারো সালোকো” স্লোগান দিতে থাকে। যা উস্কানিমূলক বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এখানেই শেষ নয়, কোমরে পিস্তল গুঁজে বেমালুম অমিত শাহের সভার চলে এলেন এক বিজেপি কর্মী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি তাহলে কলকাতায় দিল্লির ঘটনার পুনরাবৃত্তি চাইছে বিজেপি? যা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিও সরব হয়েছে।
তবে পুলিশি তৎপরতায় বিজেপির ওই পিস্তলধারী সমর্থক সভাস্থলে প্রবেশ করতে পারেনি। নিরাপত্তারক্ষীরা পরীক্ষা করার সময় ধরে ফেলে ওই সমর্থকের কোমরে পিস্তল গোঁজা আছে। যদিও ওই কর্মী বন্দুকের লাইসেন্স পুলিশকে দেখান বলে জানা গিয়েছে। তাই ওই সমর্থককে গ্রেফতার করেনি পুলিশ।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম যদু নন্দী। লাইসেন্স থাকায় আইনগত কারণে তাকে গ্রেপ্তার করা যায়নি ঠিকই, তবে নিজের দলের শীর্ষ নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সভায় সে কেন বন্দুক কোমরে গুজে এসেছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। তাহলে কি কোনও অসৎ উদ্দেশ বা গন্ডগোল পাকাবার মতলব ছিল ওই সমর্থকের? এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে রাজনৈতিক মহল!






























































































































