ফের শোভনের নামে বিজেপির ফ্লেক্স, এবার বেহালাজুড়ে

0
7

ফের শহরে শোভন চট্টোপাধ্যায়ের নামে ফ্লেক্স৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন শহরে তখনই বেহালা জুড়ে দেখা গিয়েছে এই ফ্লেক্স৷ বিজেপির প্রতীক এবং শোভনের ছবি দেওয়া এই ফ্লেক্স- এ লেখা হয়েছে, ‘‘শোভনদা তোমাকে পেয়ে আমরা সার্থক।’’

জানা গিয়েছে, শনিবার মধ্যরাত থেকে গোটা বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র ভরিয়ে দেওয়া হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নামের এই ফ্লেক্স। রবিবার যখন অমিত শাহ কলকাতায় তখনই শোভনের তালুক বেহালা এলাকায় এই ফ্লেক্স-এর দেখা মেলায় রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, তারাতলা থেকে বেহালা থানা পর্যন্ত গোটা রাস্তায় এবং জেমস লং সরণি জুড়ে এই নতুন ফ্লেক্স যারা লাগিয়েছেন, তাঁরা একসময় তৃণমলের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে সক্রিয় রাজনীতির বাইরে৷ শোভনের কেন্দ্র বেহালা পূর্ব এবং তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র, বেহালা পশ্চিম, দুই এলাকাতেই ওই ফ্লেক্স দেখা যাচ্ছে৷

এদিকে জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে শোভন এখন কলকাতার বাইরে৷ অমিত শাহের মঞ্চে তাঁর থাকার সম্ভাবনা বড়ই ক্ষীণ৷ প্রসঙ্গত,গত মাসেও শোভনের ছবি এবং বিজেপির প্রতীক দেওয়া ফ্লেক্স- এ ছেয়ে গিয়েছিল দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা। বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই ফ্লেক্স দলের নির্দেশে লাগানো হয়নি। বিরূপ মন্তব্যও বিজেপি নেতারা করেননি‌৷

আরও পড়ুন-অমিত সফরের প্রতিবাদে ছাত্র পরিষদ