আর মাত্র কিছুক্ষণ। শহিদ মিনারে অমিত শাহর সভা। চলছে মঞ্চের শেষ প্রহরের প্রস্তুতি। দুটি মঞ্চ। রাজ্য নেতারা থাকবেন এক মঞ্চে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্য সভাপতি, কৈলাশ বিজয়বর্গীসহ অন্যান্যরা। এখনও সমর্থকদের ঢল নামেনি। তৈরি স্বেচ্ছাসেবকরা। সিএএ-র পক্ষে সভা। কিছুক্ষণের মধ্যে শহিদ মিনার দখল নেবে গেরুয়া শিবির, দাবি সমর্থকদের।




























































































































