এর আগে ছিল সদস্য হওয়ার মিসড কল। আর এবার সিএএ-কে সমর্থন ও বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচির সমর্থনে মিসড কল। রবিবার শহিদ মিনারে আসা দলীয় সদস্য-সমর্থকদের উদ্দেশে অমিত শাহ বলেন, মোবাইলে নির্দিষ্ট নম্বরে মিসড কল দিয়ে এই কর্মসূচিতে অংশ নিন। নিজেরা মিসড কল করুন, বন্ধু, আত্মীয় পরিজনদের এই নম্বরে মিসড কল দিতে বলুন। মোবাইল নম্বরটিও সভায় ঘোষণা করেন অমিত শাহ। নম্বর: 9727294294।