শহিদ মিনারে বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচির সূচনা করে নিজের বক্তৃতায় অমিত শাহ স্পষ্ট বুঝিয়ে দিলেন, পুরভোট নয়, বরং ২০২১ সালের বিধানসভা ভোটই তাঁদের পাখির চোখ। এই ভোটের দিকে তাকিয়েই মমতা সরকারকে উৎখাতের বার্তা বারবার শোনা গেল তাঁর গলায়। আগামী পুরভোট নিয়ে সেভাবে কোনও উচ্চবাচ্যই করলেন না অমিত। বাংলার তৃণমূল সরকারকে স্বৈরতন্ত্রী আখ্যা দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ও অনুন্নয়নের পরিস্থিতি নিয়ে সরব হলেন। তীব্র আক্রমণ করলেন তোলাবাজি, সিন্ডিকেটরাজ, অনুপ্রবেশের সমস্যা, পরিবারবাদ ও তুষ্টিকরণের রাজনীতিকে। বাংলার বিভিন্ন মনীষীর নাম উল্লেখ করে বারবার বললেন ক্ষয়িষ্ণু বাংলাকে সোনার বাংলা বানানোই তাঁদের স্বপ্ন। দুই তৃতীয়াংশ ভোটে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা ব্যক্ত করে অমিত শাহ বললেন, কোনও রাজপুত্র নয়, বরং কোনও ভূমিপুত্রের হাতেই থাকবে বিজেপি নেতৃত্বাধীন বাংলার শাসনভার।
আরও পড়ুন-বাংলায় দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে আসবে বিজেপি: অমিত শাহ






























































































































