অমিতকে জবাব অভিষেকের

0
8

শহিদ মিনারের সভা থেকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন অমিত শাহ। বলেছিলেন, কোনও শাহজাদা নয়, বাংলার মাটি থেকেই উঠে আসবে আগামী দিনের মুখ্যমন্ত্রী। পাল্টা ট্যুইটে স্বরাষ্ট্রমমন্ত্রীকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবাব, বাংলায় বারবার আসা আর প্রচার করার আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের মানুষ জানতে চান, আপনার নাকের ডগায় দিল্লিতে ন্যক্কারজনক হিংসায় প্রাণ গেল ৫০জনের মতো মানুষের। কেন এই মৃত্যু, কারা দায়ী, বলুন স্বরাষ্ট্রমন্ত্রী। এই মর্মান্তিক ঘটনার জন্য মানুষের কাছে ক্ষমা চান। মাননীয় অমিত শাহ, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, ভাগাভাগি আর প্রতিহিংসা ছড়াতে চায়। বাংলা কিন্তু এই রাজনীতিকে পরিত্যাগ করবে।