ছোট থেকেই শ্রদ্ধাকে ভালোবাসতেন! প্রকাশ্যে বললেন টাইগার

0
7

নিজের মনের কথা জানালেন অভিনেতা টাইগার শ্রফ। স্কুলে পড়ার সময় থেকে শ্রদ্ধার প্রেমে পড়েছিলেন অভিনেতা। এই ব্যাপারে কাউকেই কিছু জানানি তিনি। এমনকী শ্রদ্ধাকেও না। তবে সম্প্রতি বাগি থ্রি-র প্রমোশনে হাজির হয়ে নিজের মনের কথা প্রকাশ্যে আনলেন টাইগার শ্রফ। যা শুনে রীতিমতো অবাক হয়ে যান শ্রদ্ধা কাপুর।

শ্রদ্ধা বলেন, টাইগার যে এত কথা বলছেন এখন, এসব তাঁকে আগে জানাতে পারতেন। স্কুলে পড়ার সময়ই যদি তাঁকে ভালো লাগত, তাহলে টাইগারের আগেই জানানো উচিত ছিল। এই কথা শুনে টাইগার বলেন, তখন তো তিনি বাগি ছিলেন না। তাই ওই সময় শ্রদ্ধাকে মনের কথা কিছু জানাতে পারেননি।

আরও পড়ুন-দিল্লিতে সেদিন উর্দি পরা কেউ কেউ লাঠি হাতেই তেড়ে গিয়েছিলেন