শান্তি মিছিলে উস্কানিমূলক মন্তব্য, ধৃত ৬

0
3

বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্য বন্ধ হচ্ছে না। এবার শান্তি মিছিল থেকেও শোনা গেল উস্কানিমূলক মন্তব্য। শনিবার যন্তর মন্তর থেকে শান্তি মিছিল শুরু হয়। মিছিলে ছিলেন বিজেপি নেতা কপিল শর্মা। মিছিল রাজীব চক মেট্রো স্টেশনের কাছে যেতেই উস্কানিমূলক মন্তব্য শোনা যায়। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে পুলিশ। দিল্লি হিংসায় ইতিমধ্যে নাম জড়িয়েছে কপিল শর্মার। এদিনের ঘটনায় ‘‘মিছিলের নেতৃত্বে হিংসার মুখ’’ বলে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী।

আরও পড়ুন-নবম-দশম শ্রেণীর ক্লাস নিচ্ছেন স্কুলের পিওন !