কলকাতায় এসে শাহিনবাগের দাদি তোপ দাগলেন নরেন্দ্র মোদির দিকে। আর ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ৯০ বছরের আসমা খাতুন বললেন, নিজের সন্তান নেই, তাই মোদি বোঝেন না সন্তান হারানোর ব্যথা। আর বাংলা ভাগ্যবান এমন মুখ্যমন্ত্রীকে পেয়েছে। বিজেপি মমতাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। আপনারা ওনাকে সমর্থন করুন।
দিল্লির হিংসায় ব্যথিত দাদি বললেন, সম্প্রীতিই আমাদের ইতিহাস। সিএএ-এনআরাসির বিরোধিতা হোক শান্তিপূর্ণভাবেই। বিরিয়ানির লোভে আমরা এখানে বসিনি। তাই আমাদের হিংসায় জড়িয়ে পড়া উচিত নয়। দাদির সঙ্গে এসেছেন গান্ধীজির প্রপৌত্র তুষার গান্ধী।






























































































































