দিল্লির হিংসার প্রভাব পড়ল লড়াকু জওয়ানের বাড়ির ওপর। রণক্ষেত্রের আকার ধারণ করেছিল উত্তর পূর্ব দিল্লির খেজুরি খাস এলাকা। ক্ষোভে ফেটে পড়া জনতা এসে ভিড় করেছিল মুসলিম প্রধান এই এলাকার একটি বাড়িতেও৷ বাড়িটির সামনের নেম প্লেটে লেখা ভারতীয় সেনা জওয়ানের নাম। মহম্মদ আনিস। উন্মত্ত জনতা প্রথমে বাড়িটিতে পাথর ছুঁড়তে শুরু করে। এরপর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও আগুন ধড়িয়ে দেয় তাঁরা। সেই সময় ওই বাড়ির ভিতরে ছিলেন আনিসের বাবা মহম্মদ ইউনিস, কাকা মহম্মদ আহমেদ, ও ১৮ বছরের বোন নেহা পরভিন৷ কিন্তু লড়াকু জাওয়ান হওয়া সত্ত্বেও সেদিন তাঁদের বাড়ি থেকে পালিয়ে যেতে হয়েছিল। কারণ গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে আনিসের বাড়ির মধ্যে ছুড়ে মারে হামলাকারীরা৷ এরপর বাড়িতেও আগুন ধরিয়ে দেয়৷
হঠাৎই হামলাকারীরা চিৎকার করে বলতে থাকে ‘ইধার আ পাকিস্তানি, তুঝে নাগরিকতা দেতে হ্যায়৷’ কিছুদিন পরেই আনিসের বোনের বিয়ে ছিল বাড়িতে ছিল নেহার বিয়ের গয়না এবং কয়েক লক্ষ টাকা। এসবই পুড়ে ছাই হয়ে গিয়েছে।
আরও পড়ুন-কানহাইয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা চালানোর নির্দেশ কেজরিওয়াল সরকারের