এবার কলকাতায় এসে কালীঘাট যাবেন অমিত শাহ

0
6

দিল্লিতে হিংসা। গোটা দেশের মতো কলকাতাতে ব্যাপক NRC-CAA বিরোধিতার ঝড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো অমিত শাহের কলকাতা সফরের দিন বিক্ষোভের জন্য তৈরি বিরোধীরা। সেই আবহাওয়াতেই শহীদ মিনার প্রাঙ্গনে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যা খুব তাৎপর্যপূর্ণ।

রাজ্য বিজেপির পক্ষ থেকে জানা গিয়েছে, ওইদিন শুধু জনসভা বা রাজ্য নেতৃত্বের সঙ্গে পুরভোটে নিয়ে আলোচনা নয়, একফাঁকে কালীঘাট যাবেন অমিত শাহ।
কালীঘাটে মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। এর আগে কলকাতায় এলেও কালীঘাটে কখনও যাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রথমবার কালীঘাট মন্দিরে যাবেন অমিত শাহ।