কাউন্টারে আসছে না দুধ, মাদার ডেয়ারির আকাল শহরে

0
8

মাদার ডেয়ারির দুধের আকাল শহরে। কাউন্টারে আসছে না দুধ। ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। উত্তর ও দক্ষিণ শহরতলির বিভিন্ন অঞ্চলে নেই জোগান। প্যাকেজ দুধ তৈরি করতে কাঁচামালের দাম বেড়েছে। প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ জানান, অন্যান্য সংস্থাগুলি কাঁচা দুধ বেশি দামে কিনছে। গোটা বিষয়টা জানানো হয়েছে অর্থ দফতরকে। বেশি দামে কাঁচামাল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত ১০ দিন ধরে বাজারে নেই মাদার ডেয়ারির দুধ। বিক্রেতারা জানাচ্ছেন, সারাদিনে যেখানে ৪০ থেকে ৫০ কেট দুধ বিক্রি হত। এখন তা এসে দাঁড়িয়েছে ২০ কেটে। তাঁরা আরও জানান, কোম্পানি বলছে কাঁচামাল নেই। ফলে দুধ তৈরি হচ্ছে না।
মাদার ডেয়ারির এই সংকটে গন কনভেনশনের আয়োজন করেছে মাদার ডেয়ারি এমপ্লয়িজ ইউনিয়ন এবং হুগলি জেলা ঠিক শ্রমিক ইউনিয়ন। মাদার ডেয়ারি ক্যালক্যাটাকে রক্ষা করার আহ্বান জানিয়ে ৩ মার্চ ডানকুনি মাদার ডেয়ারি ১ নং গেটে এই কনভেনশনের আয়োজন করা হয়েছে।