শঙ্করপুরে মৃত যুবতীর পরিচয় মিলল, খুনি প্রেমিক?

0
2

শঙ্করপুরে অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় সামনে এলো পরিচয়। ২৪ ফেব্রুয়ারি সোমবার ভাটপাড়ার বেল্লে শঙ্করপুর গ্রামের ওই যুবতীর অর্ধ পোঁতা দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু করে ভাটপাড়া থানার পুলিশ। জানা যায়, যুবতীর নাম আশা সাউ। বছর কুড়ির ওই তরুণী কাকিনাড়া প্রেমচাঁদ নগরের বাসিন্দা ছিলেন। মৃতার পরিবার সূত্রে খবর, তাঁদের বাড়ির কাছেই স্থানীয় এক যুবক সামসাদ খান ওরফে গোর্খা তাঁকে প্রেমের জালে ফাঁসিয়ে ওই শঙ্করপুর গ্রামের বাড়িতে নিয়ে যেত। অভিযোগ, সেখানেই আশাকে খুন করা হয়েছে। অভিযোগের তির সামসাদের দিকে।
ভাটপাড়া থানায় অভিযুক্ত সামসাদ খানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করছে মৃতার পরিবার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের মোবাইল ট্রাক করা গিয়েছে। বিহারে কোথাও সামসাদ গা ঢাকা দিয়েছে বলে অনুমান।