‘রাজধর্ম’ নিয়ে সোনিয়া গান্ধীকে পাল্টা তোপ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের। বৃহস্পতিবার, রাষ্ট্রপতি ভবনে গিয়ে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয় কংগ্রেসের প্রতিনিধি দল। রামনাথ কোবিন্দকে কংগ্রেস সভানেত্রী বলেন, সরকারকে ‘রাজধর্ম’ পালনের পরামর্শ দিন রাষ্ট্রপতি।
২০০২ সালে গুজরাট-হিংসার পরে নিজের দলের মুখ্যমন্ত্রীকেই রাজধর্ম পালনের পরামর্শ দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। এমনকী, নরেন্দ্র মোদিকে গুজরাটের মুখ্যমন্ত্রীও রাখতেও চাননি তিনি। সেই সময়ে লালকৃষ্ণ আদবাণীর মধ্যস্থতায় গদি সামলান মোদি। সেই রাজধর্ম নিয়েই কেন্দ্রের বিজেপি সরকারকে ‘পরামর্শ’ দেয় কংগ্রেস।
শুক্রবার, সাংবাদিক বৈঠক করে সেই কথা জবাব দিলেন রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, যাঁরা ভোটব্যাঙ্কের রাজনীতি করে, তাঁদের থেকে উপদেশ নিতে নারাজ তিনি। আইনমন্ত্রীর অভিযোগ, হিংসা ছড়ানোর রেকর্ড আছে কংগ্রেসের। দিল্লির হিংসা নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। স্পর্শকাতর বিষয় নিয়ে কংগ্রেসের রাজনীতি দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন রবিশঙ্কর প্রসাদ।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        






























































































































