রাজধানীতে হিংসা কবলিত এলাকায় কেমন আছেন স্থানীয়রা? বিদ্বেষের বিষবাষ্পেও বেঁচে আছে মানবতা। সংখ্যালঘু কলোনিতে গিয়ে বেঁচে ফিরলেন ৪৫ বছর বয়সী মহিলা ও তাঁর মেয়েরা।
গত চার দিন ধরে অশান্ত রাজধানী। এই পরিস্থিতিতে কীভাবে বেঁচে আছেন শান্তি প্রিয় মানুষ? উত্তর পূর্ব দিল্লির বাসিন্দা ওই মহিলা শোনালেন সেই কাহিনী। বুধবার রাতে হিংসার আঁচ এসে পড়েছিল তাঁর বাড়িতেও। এক দল যুবক ঘরে ঢুকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। গায়ে ওড়না জড়িয়ে একতলা থেকে ঝাঁপ দেন তিন মহিলা।
আক্রান্ত ওই মহিলা একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করেন। তিনি জানান, ‘‘বুধবার রাতে একদল যুবক ঘরে ঢুকে পড়ে। রীতিমতো টানাহ্যাঁচড়া করতে থাকে আমাদের। প্রাণ হাতে করে বাড়ি ছেড়ে পালাই। রাস্তায় ধাওয়া করে ওই যুবকরা। আয়ুব আহমেদ নামে এক দোকানদারের বাড়িতে উঠি আমরা।’’ অল-হিন্দ হাসপাতালে শুয়ে চোখে জল তাঁর। তিনি আরও বলেন, ‘‘আহমেদের বাড়িতে পৌঁছানোর পর সেখানেই খাওয়া দাওয়া করি। পরে অল-হিন্দ হাসপাতালে ভর্তি করা হয় আমাদের।’’ আহমেদ জানান, ‘‘ঘটনার জেরে আতঙ্কিত ছিলেন ওই তিন জন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়।’’
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.