রাতারাতি বদল দিল্লির পুলিশ কমিশনার

0
6

হিংসা আটকাতে নিদারুণ ব্যর্থতা। যার জেরে বহু প্রাণহানি, অশান্তি, বিতর্ক। দিল্লি পুলিশের লজ্জাজনক ব্যর্থতার জন্য সরাসরি যাঁর দিকে আঙুল উঠছিল, সেই কমিশনার অমূল্য পট্টনায়ককে অবশেষে সরিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

দিল্লির নতুন পুলিশ কমিশনার হলেন সিআরপিএফ থেকে আসা এসএন শ্রীবাস্তব। দুদিন আগেই যাকে বিশেষ কমিশনার করে নিয়ে আসা হয়েছিল। দক্ষ ও কড়া অফিসার বলে পরিচিত শ্রীবাস্তব নিজে হিংসাবিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন, তদন্তের জন্য সিট গঠনে তদারক করেন। তিনি আসার পর দিল্লির পরিস্থিতির উন্নতি হয়েছে। শ্রীবাস্তব আগে দিল্লি পুলিশেরই জঙ্গিদমন শাখার প্রধান ছিলেন। শেষ পর্যন্ত পাকাপাকিভাবে তাঁকেই রাজধানীর নগরপাল করল স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও পড়ুন-দিল্লিতে মৃত্যু মিছিল, বেড়ে ৩৯