মৃত্যু বেড়ে ৪৩, নমাজের জন্য কার্ফু আংশিক শিথিল

0
7

দিল্লির সাম্প্রদায়িক সংঘর্ষে মৃত্যু বেড়ে হল ৪৩। নতুন করে সংঘর্ষের কোনও খবর নেই। পরিস্থিতিরও আগের চেয়ে উন্নতি হয়েছে। শুক্রবার রাজধানীর নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েই বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এসএন শ্রীবাস্তব। তিনি জানান, জুম্মার নমাজের জন্য কিছু এলাকায় কার্ফু শিথিল করা হয়েছে। মানুষের আস্থা ফেরাতে পুলিশের জনসংযোগ আরও বাড়ানো হচ্ছে। তদন্তে গতি আনতে দুটি স্পেশাল ইনভেস্টেগেশন টিম বা সিট গঠন হয়েছে। নিহত আইবি অফিসার অঙ্কিত শর্মার অপহরণ ও হত্যার তদন্তভার নিয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। উত্তেজনায় মদত দেওয়া সমস্ত ভিডিও ফুটেজ, হোয়াটসঅ্যাপ কল পরীক্ষা করা হয়েছে। হিংসার ঘটনায় ১০০ টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।