ইস্ট–ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হতেই ফের ফাটল ধরা পড়ল বৌবাজার এলাকার চৈতন্য সেন লেনের কয়েকটি বাড়িতে। এমনই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এবারের ফাটলগুলি খুব একটা চওড়া নয়। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (কেএমআরসিএল) তরফে ফাটল পরীক্ষা করা হয়েছে এবং ফাটলগুলি গুরুতর নয় বলেই জানা গিয়েছে। কিন্তু ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। এই বাড়িগুলি পুরনো হলেও, ওই এলাকার ১০ ও ১১ নম্বর চৈতন্য সেন লেনের দুটি বাড়ি সম্প্রতি সংস্কার করা হয়েছে। বাড়ির মালিক জানিয়েছেন, সংস্কারের পরে এরকম ফাটল দেখা দিলে আতঙ্কিত হওয়াই স্বাভাবিক।
আরও পড়ুন-কলকাতার পুরভোট কড়া নাড়ছে, কিন্তু এখনও জানা যাচ্ছে না মোট ভোটার কত !




























































































































