বাই বাই মাশা

0
6

টেনিস কোর্টের গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা র‍্যাকেট তুলে রাখলেন। বাই বাই জানালেন পেশাদার টেনিসকে। তবে কোনও প্রেস কনফারেন্স নয়, ‘ভোগ অ্যান্ড ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিনে জানালেন শারাপোভা ওরফে মাশা তাঁর এই সিদ্ধান্তের কথা।

২০০৪ সালে, মাত্র ১৭ বছর বয়সে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডন জিতে সাড়া ফেলেন সারাপোভা। তার দু’বছর পর ইউএস ওপেন ও তার দু’বছর পর অস্ট্রেলিয়া ওপেন। জিতেছেন ৫টি গ্র‍্যান্ডস্ল্যাম। তবে টেনিসের বাইরে রুশ সুন্দরী গ্ল্যামার, ফ্যাশন এবং বিজ্ঞাপন জগতে ছিলেন সকলের থেকে এগিয়ে। ২০১৬ সালে ডোপ নেওয়ার অভিযোগে ১৫ মাস নির্বাসিত হন। ফিরে আসার পর শারাপোভা তাঁর পুরনো ‘মিডাস টাচ’ আর ফিরে পাননি।