বাক্সবন্দি অমিত শাহ!

0
2

পরীক্ষা নেই। এলাকায় বসতিও নেই। তবু ১ মার্চ শহিদ মিনারে বিজেপির অমিত শাহর সভায় লাউড স্পিকার নয়, পুলিশের নির্দেশ মেনে বক্স ব্যবহার করবে রাজ্য বিজেপি। প্রয়োজনে মাঠ ঘিরে সভাও করার কথা ভাবা হচ্ছে। লালবাজার সভার অনুমতি দিয়েছে। কিন্তু সঙ্গে কিছু শর্তও দিয়েছে। কিন্তু বিজেপি সভা নিয়ে যেভাবে যুদ্ধং দেহি মনোভাব দেখাচ্ছিল, অনুমতি পাওয়ার পর সেই গরম গরম বক্তব্য কার্যত উধাও। তারা পুলিশের নির্দেশ মেনেই সভা করার পক্ষে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলছেন, সভা করা জরুরি। ফলে অনর্থক সংঘাতে যাওয়া আমাদের উদ্দেশ্য নয়।