গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তারকা। ভারতের জামাই হয়ে গেলেন। ভারতীয় বংশোদ্ভূত বান্ধবী ভিনি রামনের সঙ্গে এনগেজমেন্ট সেরে সোশ্যাল মিডিয়ায় দিলেন সেই খবর। ইনস্টাগ্রামে ভিনির আঙুলে এনগেজমেন্ট রিং। কোনও শব্দ ব্যবহার না করে ইমোজির মাধ্যমে জানালেন সুখবর। পাল্টা ভিনিও নিজের ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে লেখেন… গত সপ্তাহে আমার প্রিয় মানুষটি জানায়, তাকে বিয়ে করতে চাই কি না! উত্তর ছিল হ্যাঁ। বর্তমানে কনুইয়ের চোটের জন্য দলের বাইরে ম্যাক্সওয়েল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন না। এপ্রিলের শেষ অবধি তাঁকে বিশ্রাম নিতে হবে।