১৪ দিনের যুদ্ধের অবসান। বৃহস্পতিবার বাড়ি ফিরছে পোলবা পুলকার দুর্ঘটনায় আহত দিব্যাংশু ভকত। এসএসকেএমে হাসপাতাল সূত্রে খবর, এখন অনেকটাই সুস্থ আছে দিব্যাংশু। তার অ্যান্টিবায়োটিকের কোর্সও শেষ হয়েছে। আপাতত বাড়িতেই থাকবে সে। দুর্ঘটনার জেরে ভীতি তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে প্রত্যেকের সঙ্গে মেলামেশা করতে পারবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ছেলে বাড়ি ফেরার খবরে খুশি দিব্যাংশুর পরিবার। ওই দুর্ঘনায় গুরুতর জখম হয় ঋষভ সিং। ২২ ফেব্রুয়ারি মৃত্যু হয় তার। ঋষভের এই মর্মান্তিক পরিণতিতে এদিনও চোখে জল দিব্যাংশুর আত্মীয়দের।
আরও পড়ুন-পুরভোট নিয়ে বৈঠক ধনকড়-সৌরভের





























































































































