আপাত শান্ত রাজধানীতে মৃতের সংখ্যা ৩৪, গ্রেফতার ১০৬

0
3

পরিস্থিতি আপাত শান্ত হলেও দিল্লি হিংসায় জারি মৃত্যুমিছিল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩৪জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কারণ, উত্তর-পূর্ব দিল্লির হিংসা কবলিত এলাকায় পুলিশ ঢুকতেই একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে। এছাড়াও জিটিবি সহ বিভিন্ন হাসপাতাল আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
তবে, উত্তর-পূর্ব দিল্লিতে বৃহস্পতিবার সকাল থেকে আর নতুন করে হিংসা খবর পাওয়া হয়নি। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। টানা চার দিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতির পরে, এদিন সকালে দোকান-বাজার যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৮টি এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছেন ১০৬ জন। নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।

আরও পড়ুন-ট্রলির ভিতর মৃতদেহ, প্রকাশ্যে পরিচয়