ভয়াবহ দিল্লি হিংসার জের… দেখুন যুবকের অবস্থা

0
4

দেখে শিউরে ওঠেন হাসপাতালের কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা। দিল্লির গুরু তেগ বাহাদুর হাসুপাতালে জনা পাঁচেক ছেলে একটি অচৈতন্য ছেলেকে নিয়ে এলো। তার মাথায় ড্রিল করার মতো একটি রড ঢুকে রয়েছে। যুবকরা ছুটে বেড়াচ্ছে। ডাক্তার-নার্সদের কাতর আবেদন, দেখুন কীভাবে মেরেছে। কিছু করুন। নইলে বাঁচবে না। পেশায় ড্রাইভার শিব মঙ্গলবার মার্কেটে কাজে গিয়ে ফেরার সময়ে গোলমালের মাঝে পড়ে এই ভয়ানক ঘটনার মুখোমুখি হয়।

নাম বিবেক চৌধুরী। বয়স ১৯। অশান্তির সময় কারওর হাতের রড তার মাথায় ঢুকে যায়। অন্য হাসপাতালে তার নানা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে তাকে তেগ বাহাদুরে ফিরিয়ে আনা হয়। এরপর যুদ্ধকালীন পরিস্থিতিতে গভীর রাতে তিন চিকিৎসকের টিম তার ক্রেনিওটমি অর্থাৎ মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। জটিল অস্ত্রোপচার। প্রাণ সংশয়ের সম্ভাবনা ছিল। বের করে আনা হয় রড। চিকিৎসক সুনীল কুমার জানান, বিবেক চিকিৎসায় সাড়া দিচ্ছে।