মোদির প্রশংসা করায় অরুণ মিশ্রকে কী বলল বার অ্যাসোসিয়েশন!

0
6

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে ইতিমধ্যে বিতর্ক তৈরি করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। এবার বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সমালোচনার মুখে পড়লেন দেশের শীর্ষ আদালতের বিচারপতি। মঙ্গলবার বার অ্যাসোসিয়েশনের সভাপতি ললিত ভাসিন এক বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রী সম্পর্কে বিচারপতির এই প্রশংসা সুপ্রিম কোর্ট ও বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেয়।

গত শনিবার দিল্লিতে আন্তর্জাতিক বিচারপতি সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সভায় অরুণ মিশ্র প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। যার জেরে বিভিন্ন স্তরে সমালোচনার মুখে পড়েন তিনি। একজন বিচারপতি প্রকাশ্যে প্রধানমন্ত্রীর প্রশংসা করতে পারেন কিনা প্রশ্ন উঠছে তা নিয়েও।

আরও পড়ুন-দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ, বিচারপতির বাড়িতেই গভীর রাতে শুনানি