ধর্ম নিয়ে মোদির পাশে ট্রাম্প

0
5

নাগরিকত্ব আইন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ তিনিও সকলের ধর্মীয় স্বাধীনতার পক্ষে।’তবে এই আইন নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি ট্রাম্প।

দিল্লির চলতি হিংসা নিয়েও তাঁদের কথা হয়নি বলে জানান ট্রাম্প। বলেন, আমি এটা ভারতের ওপরই ছেড়ে দিতে চাই। আশা করি, ভারত সরকার তাদের জনসাধারণের জন্য যেটা সঠিক, সেই সিদ্ধান্তই নেবে।

ভারতের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক এর আগে কখনও এখনকার মতো এতটা ভাল ছিল না বলে জানিয়ে যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদি এবং আমি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, দুজনের বিশ্বাস একই। এটা সত্যি যে, ব্যক্তিবিশেষের ওপর হামলার খবর শুনেছি। কিন্তু এ নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কোনও কথা হয়নি। মোদিকে ‘টেরিফিক লিডার’ বলে উল্লেখ করেন তিনি। মোদি তাঁকে বলেছেন, তিনি চান, মানুষ ধর্মীয় স্বাধীনতা ভোগ করুন। ওরা সত্যিই এ ব্যাপারে কাজ করেছেন। আমিও কারও কারও ওপর আক্রমণের কথা শুনেছি। কিন্তু তা নিয়ে কথা হয়নি। এটা একেবারে ভারতেরই ব্যাপার।

তবে কাশ্মীর প্রশ্ন কার্যত এড়িয়ে গিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন-দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ২০, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট