ডাক্তারবাবু হেরে হেরে হারাধন হয়ে গিয়েছে! সূর্যকান্তকে বেনজির আক্রমণ দিলীপের

0
2

এবার সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “আমি দেখলাম সূর্যকান্ত মিশ্র সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন। দিল্লিতে যে সমস্যা তৈরি হয়েছে সেটা নাকি আরএসএস-এর লোকেরা করছে। কিন্তু যে গুলি চালিয়েছে তার নাম বলিউডের অভিনেতা শাহরুখের নামে। আর বোরখা পড়ে কিছু মহিলা ইট-পাথর ছুঁড়ছে। এরা কীভাবে আরএসএস হয় আমার অন্তত জানা নেই।”

এরপর দিলীপ ঘোষ নজিরবিহীনভাবে সূর্যকান্ত মিশ্রকে আক্রমণ করে বলেন, “আসলে ডাক্তারবাবুর মাথা খারাপ হয়ে গেছে। উনি হেরে হেরে হারাধন হয়ে গেছেন। তাই ভুলভাল বকছেন।”

এদিন বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই জানিয়েছে আগামী দিনে চাকরির জন্য তারা দিল্লিতে যাবে। একইসঙ্গে বিরোধী আন্দোলন করবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “ডিওয়াইএফআই কোথায়? ওদের তো খুঁজেই পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে তো চাকরি নেই। তাই দিল্লি যাচ্ছে।”