দিল্লি হিংসা: অমিত শাহের ইস্তফা দাবি সোনিয়া গান্ধীর

0
7

দিল্লির হিংসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করলেন কংগ্রেসের কার্যকরী সভানেত্রী সোনিয়া গান্ধী। বুধবার সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি দিল্লির রাজ্য প্রশাসনের বিরুদ্ধেও তোপ দাগেন সোনিয়া। দিল্লির মুখ্যমন্ত্রী কোথায়? প্রশ্ন তোলেন তিনি। কংগ্রেস সভানেত্রীর অভিযোগ, ষড়যন্ত্র করেই দিল্লিতে হিংসা ছড়ানো হচ্ছে।

বুধবার সকালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। ছিলেন সভানেত্রী সোনিয়া গান্ধি সহ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এ কে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তবে, বিদেশে থাকায় বৈঠকে ছিলেন না রাহুল গান্ধী। শহরে শান্তি ফেরাতে ‘চূড়ান্ত ব্যর্থতার’ দায়ে স্বীকার করে অমিত শাহের পদত্যাগের দাবি ওঠে বৈঠকে।

এরপরে সাংবাদিক বৈঠকে সোনিয়া, স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি দিল্লি সরকারেরও সমালোচনা করেন। তাঁর অভিযোগ, কেজরিওয়ালের প্রশাসন সময়মতো তৎপর হতে পারেনি বলেই হিংসা ছড়িয়েছে। দিল্লিতে যা ঘটছে, তার পিছনে সরকারের চূড়ান্ত গাফিলতিই দায়ী। এই ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে কংগ্রেস।

আরও পড়ুন-মোদির প্রশংসা করায় অরুণ মিশ্রকে কী বলল বার অ্যাসোসিয়েশন!