শেষদিনেও এড়ানো গেল না মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ

0
5

মাধ্যমিকের শেষ দিন ফের প্রকাশ্যে এল প্রশ্নপত্র। এদিন জীবনবিজ্ঞান পরীক্ষা শুরু হওয়ার কিছু পরেই সামনে আসে প্রশ্নপত্র। ওই প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে কিনা তা নিয়ে সংশয় ছিল। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর দেখা যায়, প্রকাশ্যে আসা প্রশ্নেই পরীক্ষা হয়েছে।
এদিন মুর্শিদাবাদের অর্জুনপুর সোশ্যাল গ্রুপ নামে একটি হোওয়াটসঅ্যাপ জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র পোস্ট করা হয়। মালদা, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের ৪৩ ব্লকের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পর্ষদ। কিন্তু তাতেও এড়ানো যায়নি বিতর্ক। জীবনবিজ্ঞান পরীক্ষা শেষ হওয়ার পর দেখা যায়, ভাইরাল হওয়া প্রশ্নেই পরীক্ষা হয়েছে। গত মঙ্গলবার শুরু হয়েছে মাধ্যমিক। পরীক্ষার প্রথম দিন প্রথম ভাষা বাংলার প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন বাইরে আসে। ঐচ্ছিক বিষয় সহ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে বৃহস্পতিবার। মূল বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে বুধবার।

আরও পড়ুন-ব্রিজ ভেঙে নদীতে বাস! মৃত ২৪