পোলবার পুলকার কাণ্ডে গ্রেফতার করা হল গাড়ির চালক পবিত্র দাসকে। বুধবার চুঁচুড়া আদালতে তোলা হলে তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গত ১৪ ফেব্রুয়ারি শ্রীরামপুর থেকে চুঁচুড়ায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় পুলকারটি। ঘটনার সাত দিন পর মৃত্যু হয় আহত ছাত্র ঋষভ সিং-এর। এখনও চিকিৎসাধীন আহত আরেক ছাত্র দিবাংশু ভগত। গাড়ির আরেক চালক শেখ শামিম আখতারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে দুর্ঘটনার দিন মাঝপথে শামিম গাড়ি থেকে নেমে পবিত্রকে স্ট্রিয়ারিং-এর ভার দেন। তারপরেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় জখম হয় পবিত্র। কল্যাণীর এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে। এরপর পোলবা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এদিন তাঁকে চুঁচুড়া আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, পবিত্রকে নিজেদের হেফাজতে নিয়ে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পবিত্র ও শামিম কে মুখোমুখী বসিয়ে জেরা করতে হতে পারে।
আরও পড়ুন-পুরীতে মমতাকে মন্দিরের ধ্বজা উপহার দিলেন দ্বৈতপতিরা





























































































































