মৃতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা! প্রধানের কাণ্ডে হতবাক নেটিজেনরা

0
3

ডেথ সার্টিফিকেটে উজ্জ্বল ভবিষ্যতের কামনা! উত্তরপ্রদেশের উন্নাও-র ঘটনায় হতবাক নেটিজেনরা। অশোহা ব্লকের সিরওয়ারিয়া গ্রামের বাসিন্দা লক্ষ্মীশংকর। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ২২ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। তাঁর ছেলে বাবার ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত প্রধান বাবুলালের কাছে আর্জি জানান। সেই মতো, শংসাপত্র লিখে দেন বাবুলাল। কিন্তু তা দেখে চক্ষুচড়কগাছ লক্ষ্মীশংকরের। কারণ, শংসাপত্রের শেষে মৃতের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন পঞ্চায়েত প্রধান।

এই শংসাপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে অবশ্য শংসাপত্রে ত্রুটির জন্য ক্ষমা চান গ্রাম প্রধান। ফের নতুন ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়।