কখনও মাশরুম চাষ। আবার জৈবসার প্রয়োগ করে সবজি চাষ করছেন কখনও। কখনও তারা ব্যস্ত থাকেন সরকারি অফিসের কর্মচারীদের জন্য ন্যয্য মূলে স্বাস্থ্যকর ও মুখরোচক খাবার তৈরি নিয়ে । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোটদের জন্য পুষ্টিকর লাড্ডু তৈরির কাজও করেন কেউ কেউ ।সন্ধ্যা কুইরি, সুলতানা খাতুন, অষ্টমী বাউরি, নুরজাহান খাতুন- সবাই জীবনযুদ্ধে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন নিরন্তর । শুধু নিজেদের পরিবারে স্বাচ্ছন্দ্য আনাই নয়, পুরুলিয়ার পাড়া ব্লকের প্রায় আড়াই হাজার মহিলাকে স্বনির্ভর হওয়ার পথ দেখিয়েছেন ওঁরা। এরই স্বীকৃতিতে এ বছর আন্তর্জাতিক নারীদিবসে আনন্দময়ী মহিলা স্বনির্ভর সংঘ সমবায় সমিতির সদস্যাদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক। এই পুরস্কার তাদের আরও বেশি উৎসাহিত করবে বলে মনে করছে মন্ত্রক।