রাজধানী নিয়ে কেন্দ্রকে খোঁচা পাক প্রধানমন্ত্রীর

0
3

দিল্লির পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতে বাস করা ২০ কোটি মুসলমানই টার্গেট বলে মন্তব্য করেন তিনি।

এদিন পাক প্রধানমন্ত্রী টুইট করেন। তিনি লেখেন, ‘‘ভারত-অধিকৃত কাশ্মীরের ঘটনার পরে পরেই আমি রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে বলেছিলাম, বোতল থেকে দৈত্যটা বেরিয়ে পড়েছে। রক্তপাত আরও বাড়বে। যার সূত্রপাত হয়েছিল কাশ্মীরে। ভারতে থাকা ২০ কোটি মুসলমান এখন টার্গেটে পরিণত হয়েছে। এটা রুখতে গোটা বিশ্বকে এগিয়ে আসতে হবে।’’

অন্য একটি টুইটে পাক প্রধানমন্ত্রী এই ঘটনার জন্য আরএসএস ও বিজেপিকে দায়ী করেছেন। পাকিস্তানে এই ধরণের ঘটনা না ঘটে টুইটে সেই আহ্বানও জানিয়েছেন ইমরান। টুইটে তিনি লিখেছেন, ‘‘আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি, যদি কেউ পাকিস্তানে বসবাসকারী অ-মুসলিম ও তাঁদের ধর্মস্থানের উপরে হামলা করার চেষ্টা করেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখতে হবে, আমাদের দেশে সংখ্যালঘুরা সমান নাগরিকত্বের অধিকার পান।

আরও পড়ুন-ফের পুলিশ হেফাজতে পোলবার পুলকার চালক