দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ, বিচারপতির বাড়িতেই গভীর রাতে শুনানি

0
6

বিরল ঘটনায়। অশান্ত রাজধানীর পরিস্থিতি নিয়ে গভীর রাতে শুনানি হয়। মঙ্গলবার, গভীর রাতে বিচারপতি এস মুরলীধরের বাড়িতে ওই মামলার শুনানি হয়। ছিলেন আরও এক বিচারপতি। নিরাপদে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট।

অশান্ত এলাকায় নিরাপত্তা সুনিশ্চত করতে দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়ছে। আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা দিল্লি হাইকোর্টকে জানাতে হবে। আহতদের জিটিবি হাসপাতাল, লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে আহতদের পৌঁছে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ‘নমস্তে ট্রাম্প’-এ বিশেষ অতিথির আসন আলো করে সৌরভ