দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ২০, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

0
7

রাজধানীর হিংসায় বাড়ছে মৃতের সংখ্যা। দিল্লি পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বিচারপতি কে এম জোসেফ বলেন, হামলাকারীদের পালাতে দিয়েছে পুলিশ। আইন মেনে কাজ করলে এমন পরিস্থিতি তৈরি হত না বলে মত শীর্ষ আদালতের।
একই সঙ্গে এই পরিস্থিতি শাহিনবাগ মামলার শুনানি করা যাবে না বলেও জানায় শীর্ষ আদালত। রাস্তা বন্ধ করে বিক্ষোভের শুনানিতে আরও হিংসা ছড়াতে পারে বলে মন্তব্য করেন বিচারপতি। দোলের পরেই হবে শাহিনবাগ মামলার শুনানি।
দিল্লির হিংসায় এখনও পর্যন্ত ২০জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুধুমাত্র বুধবার সকালেই ৭ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আহত কমপক্ষে ২০০জন। এদিনও সকাল থেকে অগ্নিগর্ভ উত্তর পূর্ব দিল্লি। কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে সূত্রের খবর।

এই পরিস্থিতিতে দিল্লিতে সেনা নামানোর দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি রাজধানীর আরও অনেক জায়গায় কার্ফু জারির দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-মৃত্যু বেড়ে ১৮, দিল্লির হিংসা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে অজিত দোভাল